স্টাফ রিপোর্টার/শামীম ইসলাম:
বরিশাল নগরীর বান্দরোড থেকে ভেজাল তেলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
আটককৃত দুইজন হলেন চাঁদ মারি তেলের দোকানদার জাকির(৪০)ও অটোচালক দেলোয়ার ।
স্থানীয় সূত্রে জানায়, জাকির দীর্ঘদিন যাবত চোরাই তেল ও ভেজাল তেলের ব্যবসা করে আসছে, এর আগেও জাকির একাধিকবার চোরাই তেলে বিক্রির অপরাধে আটক হয়েছিলো।
আজ শনিবার দুপুরে দুই ব্রেল পেট্রোলে ডিজেল মেশানোর সময় হাতেনাতে এদুজনকে আটক করে কোতোয়ালি থানার এস আই মহিউদ্দিন (পিপিএম)। আটককৃতদের বিরুদ্ধে বাদি হয়ে মামলা দায়ের করেছেন এস আই মহিউদ্দিন।