স্টাফ রিপোর্টার/আমিনুল ইসলাম শামীম:
বরিশালের গৌরনদী উপজেলায় অতিরিক্ত মাদক সেবনের কারণে আলী ঘরামী (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে তিনি সুন্দরদী গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি ওই গ্রামের মৃত হোসেন ঘরামীর ছেলে।
আলী ঘরামীর স্বজনরা জানান, অতিরিক্ত মাদকসেবন করে শুক্রবার বিকেলে অসুস্থ হয়ে পড়ে সে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হসাপাতালে রেফার্ড করেন।
তবে আর্থিক সংকটের কারণে মেডিকেলে না নিয়ে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে যায়। সেখানে দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।
গৌরনদী মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার মো তৌহিদ জানান, আলী ঘরামীর বিরুদ্ধে গৌরনদী ও কালকিনি থানায় মাদকদ্রব্য আইনে ৫টি মামলা রয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন।