এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

রাজনৈতিক প্রভাবমুক্ত ও মানবাধিকার সমুন্নত রেখে কাজের তাগিদ

আইন, সংবিধান এবং বিবেক মাথায় রেখে দেশের মানুষের প্রতি সব সময় শ্রদ্ধাশীল থেকে র‌্যাবকে কাজ করতে হবে। কোনো ব্যক্তির প্রতি মাথা নত না করে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে ও মানবাধিকার সমুন্নত রেখে র‌্যাবকে কাজ করার তাগিদও দেওয়া হয়েছে।

মানবাধিকার বিষয়ক আইন-কানুন সম্পর্কে র‌্যাব সদস্যদের ধারণা দিতে মানবাধিকার বিষয়ক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন।

সোমবার র‌্যাব সদর দপ্তরের এলিট হলে এ সেমিনারের আয়োজন করা হয়। র‌্যাবের মিডিয়া শাখা থেকে জানানো হয়েছে, র‌্যাব ফোর্সেসের সদস্যদের মানবাধিকার বিষয়ে সংবেদনশীল হয়ে কার্যক্রম পরিচালনা করতে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্বনামধন্য সংস্থার মাধ্যমে তাদের মানবাধিকার বিষয়ে আধুনিক প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম গ্রহণের অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে বক্তারা বলেছেন, বাংলাদেশে এলিট ফোর্সের প্রয়োজনীয়তা অপরিহার্য। তবে মানবাধিকার, সিআরপিসি, পেনালকোড, জাতিসংঘের ডিকলিয়ারেশন অব হিউম্যান রাইটস ১৯৪৮ সহ অন্যান্য কনভেনশগুলো আমলে নিয়ে কার্যক্রম পরিচালনা করতে হবে।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি ও হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর চীফ প্রসিকিউটর এডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম।

সেমিনারে র‌্যাব ফোর্সেসের মহাপরিচালক, অতিরিক্তি মহাপরিচালক, র‌্যাব সদর দপ্তরের সকল পরিচালক ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা, ঢাকাস্থ ব্যাটালিয়নের অধিনায়ক এবং কর্মকর্তাসহ ৬০ জনের বেশি কর্মকর্তা অংশগ্রহণ করেন।

এছাড়াও ভিটিসির মাধ্যমে র‌্যাবের ব্যাটালিয়নগুলোর সক কর্মকর্তারা আলোচনায় অংশগ্রহণ করেন।

র‌্যাবের মিডিয়া শাখা থেকে আরও জানানো হয়েছে, সেমিনারে আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবিধানিক অধিকার এবং আন্তর্জাতিক আইনের আলোকে মানবাধিকার বিষয়ে আলোচনা করা হয়।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী আলোচক হিসেবে আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবিধানিক অধিকার বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবিধানিক অধিকার বিষয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক তুলে ধরছেন, যা র‌্যাব ফোর্সেসের দৈনন্দিন কার্যাবলির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত।

আলোচনার দ্বিতীয় অংশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম আন্তর্জাতিক আইনের আলোকে মানবাধিকার বিষয় নিয়ে বক্তব্য রাখেন। এ সময় তিনি আন্তর্জাতিক আইনের আলোকে মানবাধিকার বিষয়ে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official