অনলাইন ডেস্ক:
প্রবাসীর ঘরে আগুন লাগিয়ে পুরিয়ে দেওয়ার মামলায় জেলার আগৈলঝাড়া উপজেলা যুবদলের একাংশের সভাপতিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আগৈলঝাড়া থানার ওসি আফজাল হোসেন জানান, গত ২২ ডিসেম্বর রাতে উপজেলার পশ্চিম বাগধা গ্রামের প্রবাসী নুর মোহম্মদ মিয়ার ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় প্রবাসীর স্ত্রী সান্তনা বেগম ওই রাতেই অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা দায়ের করেন।
রবিবার রাতে ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে উপজেলা যুবদলের একাংশের সভাপতি আলী হোসেন ভুইয়া স্বপন, খুলনার কুখ্যাত খুনী এরশাদ শিকদারের ঘনিষ্ট সহযোগী ও বিএনপি নেতা সেলিম সরদার ও জামাত কর্মী মামুন আকনকে গ্রেফতার করা হয়।
ওসি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনেও মামলা রয়েছে।
সোমবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।