ইডেন গার্ডেনে ঘরের মাঠের কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টস জিতেছে কিংস ইলেভেন পাঞ্জাব। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। অর্থাৎ দিনেশ কার্তিকের কলকাতা প্রথমে ব্যাট করবে।
কলকাতার একাদশে চার বিদেশি হলেন-অস্ট্রেলিয়ার ক্রিস লিন, ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন ও আন্দ্রে রাসেল এবং নিউজিল্যান্ডের লুকি ফার্গুসন।
পাঞ্জাব একাদশের চার বিদেশি-ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ওপেনার ক্রিস গেইল, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও হার্দাস ভিলজয়েন এবং অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু টাই।
কলকাতা একাদশ : ক্রিস লিন, সুনীল নারিন, রবিন উথাপ্পা, নিতীশ রানা, শুভমান গিল, দিনেশ কার্তিক (অধিনায়ক), আন্দ্রে রাসেল, পিযুষ চাওলা, কুলদ্বীপ যাদব, লুকি ফার্গুসন, প্রসিধ কৃষ্ণা।
পাঞ্জাব একাদশ : ক্রিস গেইল, লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়েল, সরফরাজ খান, ডেভিড মিলার, মানদ্বীপ সিং, অ্যান্ড্রু টাই, রবিচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), মোহাম্মদ শামি, হার্দাস ভিলজয়েন, বরুণ চক্রবর্তী।