27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা জাতীয়

ক্রীড়ালেখক সমিতির বর্ষসেরা ক্রিকেটার মুশফিকুর রহীম

বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহীম। বর্ষসেরা ফুটবলার হয়েছেন তপু বর্মণ। সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে ২০১৮ সালের বর্ষসেরা পুরস্কারে নির্বাচিত ও মনোনীতদের নাম ঘোষণা করেন সংগঠনের সভাপতি মোস্তফা মামুন।

১২টি বিভাগে এবার পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি। এর মধ্যে ১০ বিভাগের নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। বর্ষসেরা ক্রীড়াবিদের জন্য তিনজন ও পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের জন্য চারজনকে মনোনীত করা হয়েছে।

আগামী শনিবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই দুই বিভাগের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।

বর্ষসেরা ক্রিকেটার মুশফিকুর রহীম বর্ষসেরা ক্রীড়াবিদের ও পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের মনোনীত তালিকায়ও আছেন। বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকার অন্য দুই জন হচ্ছেন নারী ক্রিকেটার রুমানা আহমেদ ও শুটার আবদুল্লাহ হেল বাকী। পপুলার চয়েজ অ্যাওয়ার্ডে মনোনীত তালিকায় অন্য তিনজন হচ্ছেন নারী ক্রিকেটার রুমানা আহমদে, ক্রিকেটার তামিম ইকবাল ও শুটার আবদুল্লাহ হেল বাকী।

অন্যান্য বিভাগে বর্ষসেরা হয়েছেন- ব্যাডমিন্টনে শাপলা আক্তার, শুটিংয়ে আবদুল্লাহ হেল বাকী, উদীয়মান ক্রীড়াবিদ ফুটবলার সিরাত জাহান স্বপ্না, টেনিসে মেহেদী হাসান আলভী, কোচ গোলাম রব্বানী ছোটন, তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব হকি কোচ ফজলুল ইসলাম, সংগঠক মনসুর আলী, বিশেষ সম্মাননা সাবেক অ্যাথলেট নাজমুন নাহার বিউটি, সংগঠক নাজমুল হাসান পাপন। বর্ষসেরা পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official