27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ

বাংলাদেশে কৃষকদের অবদান সবচেয়ে বেশি, কিন্তু তাদের কাজের মূল্যায়ন দেয়া হয় না

স্টাফ রিপোর্টার// কাইয়ুম খান:

যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, ওরিয়েন্টশনের দিন শুনছিলাম,বিশ্ববিদ্যালয় চলে কৃষক,শ্রমিক, দিনমজুরদের টাকা দিয়া।কিভাবে চলে তার ব্যাখ্যাও দিয়েছিলেন স্যার।আমরা প্রায় লাখেরও অধিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তাদের প্রাপ্ত সম্মানীটুকু দিতে পারতেছি নাহ।এ দ্বায়ভার একদিক দিয়ে আমাদের তরুণদেরও। অনেক কৃষকরা রাগে ক্ষোভে সুইসাইড করতেছে,ধান পুড়িয়ে ফেলতেছে। এরকম বলাই চলে আমরা ওনাদের পেঁটে লাথি মারতেছি।

একবার অন্ধকার জায়গায় বসে চোখ বন্ধ করে ভাবুনতো, একজন কৃষক ১টা ধান উৎপাদনের জন্য কি পরিমাণ কষ্ট করে। প্রথমে ধান ভিজায়,সেইটা থেকে বীজ হয়, বীজ বপন করে, সেইবীজ উঠিয়ে ধুইতে হয়, দেন সেইটা লাগাতে হয়। শুধু লাগালেই শেষ নাহ,সার দিতে হয়, সেচ দিতে হয়।ক্ষতিকর প্রাণীদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে হয়।তারপর ধান বড় হয়। যদি ঝড় অথবা বন্যা হয় তাহলেতো সব শেষ।ইদানীং শিলাবৃষ্টিও হচ্ছে।ধান বড় হওয়ার পর মেইন কাজ ধান কাঁটা। প্রচন্ড গরমে রোজা রেখে রুম থেকে বাজার পর্যন্ত যাবো তাতেই গরমে মরিমরি অবস্থা। অথচ কৃষকেরা এই রৌদ্রের মধ্যে,সারাদিন বসে ধান কেঁটে সেইটা আবার মাথায় করে বাড়িতে নেয়।এরকম ধান মাড়াই করা হয়। এতবড়ো একটা লং প্রসেসের পরে আসে ধান। ৪/৫ মাসের সাধনার সম্পদ এই ধান। আসলে আমরা কি নিরুপায়? কিছুই নেই করার তাদের জন্য?

এখন আসেন কৃষকের অবস্থান নিয়ে। সেটার ব্যাখ্যা দিলে চোখে পানি চলে আসে।প্রত্যেকটা কৃষকের জীবন ভয়ংকর কষ্টে ভরা।কেনোই বা হবে নাহ কারণ আমরা যে ভাল আছি। সবাই একসাথে ভালো থাকবে এটা কেমনে হয় 😢

আজকের বাংলাদেশ যার পিছনে রয়েছে এই কৃষকদের সবচেয়ে বেশী অবদান।জিডিপিতে একটা বড় অবদান কৃষি খাতের।আমার মতে কৃষকদের স্বশিক্ষিত ইন্ঞ্জিনিয়ার বললে ভুল হবে নাহ। অথচ শুনলাম নাহ কোনোদিন বাংলাদেশের কোনো কৃষককে সবচেয়ে বেশী ধান উৎপাদনের জন্য অথবা অন্য কোনো কারণে গোল্ড মেডেল/পুরস্কার দেওয়া হইছে।কিন্তু আমাদের দেশে হাজারও কারণে পুরষ্কৃত করা হয়।কারণ তাদের লেভেল শূন্য। তারা অশিক্ষিত।তাদেরকে দিয়েতো আর ব্রান্ডিং করা যাবেনা। কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে এদিক ওদিক, অথচ দেশ গড়ার কারিগররা ভালো নেই।

শেরে-ই-বাংলা এ.কে. ফজলুুল হক,মাওলানা ভাসানী এরা থাকলে হয়তো আজ কৃষকদের জন্য আন্দোলন করতো।
ধান বাংলাদেশের সোনালী সম্পদ। মনে হচ্ছে এ সম্পদ বিলীন হয় যাবে ধীরে ধীরে।

আসলে আমরা ব্যর্থ। কারণ ফজলুল হক, মাওলানা ভাসানী এদের সময়কাল এবং এখনকার সময়কাল সম্পূর্ণ ভিন্ন। ওনাদের বুকভরা সাহস ছিলো। আর আমাদের রয়েছে পিছুটান,আমরা সকলে নেতা।

ধনীরা হচ্ছে ধনী, গরীবরা যাচ্ছে মরে।আর মধ্যবিত্তরা চুপচাপ সহ্য করতেছে। চলে যাচ্ছে জীবন,মরে যাচ্ছে কৃষক।

সরকারি পদক্ষেপতো অবশ্যই দরকার।সরকারের পাশাপাশি সবার সম্মিলিত উদ্যোগই পারে এ অবস্থার সমাধান করতে।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official