16 C
Dhaka
January 25, 2026
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

খুলনায় পুলিশের ঈদের ছুটি বাতিল

আসন্ন ঈদে খুলনাবাসীর নিরাপত্তার স্বার্থে খুলনা রেঞ্জের ৮০ ভাগ পুলিশের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন।

রোববার বিকেলে খুলনায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

একইসঙ্গে মহাসড়ক ও আন্তঃজেলা সড়কে নসিমন, করিমন চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি। এছাড়া বড় ঈদগাহগুলোতে তিন স্তরের নিরাপত্তা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

১০ এপ্রিল খুলনা রেঞ্জ ডিআইজি হিসেবে যোগ দেন মহিদ উদ্দিন। এরপর এটাই তার প্রথম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মহাসড়কে দুর্ঘটনার একটি বড় কারণ এসব যানবাহন। তাই ঈদের পর যে কোনো মূল্যে অন্তত খুলনা রেঞ্জের মধ্যের মহাসড়কে এসব ছোট যান চলাচলের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি রেঞ্জের সব পুলিশ সুপারকেও জানিয়ে দেয়া হয়েছে।

মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি। এক্ষেত্রে সাংবাদিকসহ খুলনাবাসীর সহযোগিতা কামনা করেন ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন।

ডিআইজি বলেন, ঈদের সময় মানুষের যাতায়াত, কেনাকাটাসহ অন্যান্য অনেক কিছু বেড়ে যায়। আর দুর্বৃত্তরা ওই সুযোগটি নেয়ার চেষ্টা করে। তবে এবার মানুষের চলাচল নির্বিঘ্ন করতে খুলনা রেঞ্জের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি মার্কেটে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। সড়কে অধিক সংখ্যক টহল পুলিশ নিয়োজিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিটি বাসস্ট্যান্ডে ভিডিও ক্যামেরা পাঠানো হবে। প্রতিটি গাড়ির ফিটনেস সনদ ও চালকদের লাইসেন্স পরীক্ষা করা হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে আসন্ন ঈদের পরেই খুলনা বিভাগের মধ্যে থাকা মহাসড়কে ইজিবাইক, মাহেন্দ্র, নসিমন ও করিমন চলাচলের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রতিটি থানা ও জেলা পুলিশ সুপারের কার্যালয়সহ ডিআইজি কার্যালয়ে সাধারণ মানুষের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, নাহিদুল ইসলাম, ১০ জেলার পুলিশ সুপার ও রেঞ্জ ডিআইজি অফিসের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official