নৌবন্দরের টার্মিনাল থেকে মো. লিয়ন খান (৯) নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। সে রাজধানী ঢাকার লক্ষীবাজারের রিপন মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে- সোমবার ভোর ৬টার দিকে শিশুটিকে টার্মিনালে কান্নকাটি করতে দেখা যায়। ওই সময় তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান শিশুটির বরাত দিয়ে জানিয়েছেন- ভুল করে রোববার সন্ধ্যায় সদরঘাট থেকে লঞ্চে উঠে লিয়ন বরিশাল টার্মিনালে নামে। সবকিছু অপরিচিত দেখে সে কান্নাকাটি শুরু করে দেয়। তখন তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
পরবর্তীতে শিশুটিকে পৌছে দিতে রাজধানী পুলিশকে ম্যাসেজ দেওয়া হয়েছে।’