27 C
Dhaka
জুলাই ১৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অন্যান্য প্রচ্ছদ

সীমান্তে দু’বাংলার ক্ষুদে শিক্ষার্থীদের মিলনমেলা

মহান বিজয় দিবস উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তের নোম্যান্সল্যান্ডে বসছে দুই বাংলার ক্ষুদে শিক্ষার্থীদের মিলনমেলা। বিজয়ের আনন্দে বাংলাদেশ ও ভারতের বাংলাভাষাভাষি স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা মৈত্রীর বন্ধনে আবদ্ধ হয়ে উদযাপন করেছে মহান বিজয় দিবস। এসময় উপস্থিত বাংলাদেশ-ভারতের জনগণের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

শনিবার বিকেলে দুই দেশের ব্যবসায়ী নেতাদের আয়োজনে পঞ্চগড় হান্নান শেখ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বাংলাবান্ধা সীমান্তে উপস্থিত হয়। পরে ভারতের নেতাজী জিএসএফপি স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা ফুলবাড়ি সীমান্তে আসে।

এক পর্যায়ে তারা তেঁতুলিয়ার বাংলাবান্ধা এবং ভারতের ফুলবাড়ি সীমান্তের নোম্যান্সল্যান্ডে উপস্থিত হয়। পরে বিজিবি ও বিএসএফ এর সহায়তায় ক্ষুদে শিক্ষার্থীরা একে অপরের সাথে ফুল দিয়ে কুশল বিনিময় ও মিষ্টি বিতরণ করে।

পরে দুই দেশের শিক্ষার্থীরা সমবেত কন্ঠে নিজ নিজ দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করে। এসময় বাংলাদেশের পক্ষে শিক্ষার্থী ছাড়াও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হান্নান শেখ, বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন উপস্থিত ছিলেন।

ভারতের পক্ষে তৃণমূল কংগ্রেস নেতা দেবাশিষ প্রামাণিক বাংলাদেশের দুই সংসদ সদস্যকে উত্তরীয় পড়িয়ে স্বাগত জানান।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official