জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জীবনযাত্রার পাশাপাশি পরিবেশ ও মৎস্য সম্পদের ওপর ব্যাপক প্রভাব পড়েছে। বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও দেশের মৎস্য সম্পদ রক্ষা ও উৎপাদন বাড়াতে সব উন্নয়ন প্রকল্পে সমন্বয় প্রয়োজন।
পটুয়াখালী জেলা মৎস্য অফিসের আয়োজনে সোমবার (০৮ জুলাই) সকালে শহরের কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে ‘জলবায়ু পরিবর্তনে মৎস্য সম্পদে প্রভাব’ বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন বক্তারা
সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদফতরের উপ-পরিচালক মো. অলিউর রহমান।
কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক কামরুল ইসলাম।
তিনি বলেন, স্থানীয় পর্যায়ে যারা সরকারি সব উন্নয়নের (বিশেষ করে বিএডিসি, পানি উন্নয়ন বোর্ড, কৃষি অধিদফতর, এলজিইডি) সঙ্গে যুক্ত তাদের সব উন্নয়ন প্রকল্পে মৎস্য বিভাগের সমন্বয় প্রয়োজন।
এছাড়া জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহের সভাপতিত্বে কর্মশালায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের ডিন ড. লোকমান আকন, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর একেএম শহিদুল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।