27 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ ধর্ম বরিশাল

বরিশালে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

বরিশালে স্বতঃফূর্তভাবে ধর্মীয় উদ্দীপনা আর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে বরিশালে পরমেশ^র শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপিত হয়েছে।
আজ শুক্রবার (২৩ আগস্ট) বেলা ১১টায় লাইন রোডের মুখে বরিশাল ধর্মরক্ষিনী সভার আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানের স্বগত বক্তব্যের মাধ্যমে উদ্বোধন করেন শিল্পপতি বিজয় কৃষ্ণ দে।

ধর্মরক্ষিনীর সভাপতি শ্রী রাখাল চন্দ্র দে’র সভাপতিত্বে আলোচকরা বলেন, অত্যাচার-অনাচারের কারণে পৃথিবীতে যখন ধর্ম, জাতি, বর্ণ ও সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়, তখন ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব ঘটে। এসময় তিনি দুষ্টের দমন করে সমাজে শান্তি ফিরিয়ে আনেন। তেমনি এদেশে যারা অরাজকতা সৃষ্টি করে সমাজের শান্তি-শৃঙ্খলা বিঘœ ঘটাতে চায়, তাদের বিরুদ্বে রুখে দাড়ানোর আহ্বান জানান বক্তারা।
এসময় বক্তব্য রাখেন, বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল ইসলাম লিটু. ধর্মরক্ষিনী সভার সাধারন সম্পাদক মৃনাল কান্তি সাহা,বরিশাল হরি ভক্ত প্রচারনীর সভাপতি ডা. ভাস্কর সাহা, বরিশাল মহানগর পূজা কমিটির সভাপতি নারায়ন চন্দ্র নাড়–, সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু, সহ-সভাপতি ভানু লাল দে, জেলা পূজা কমিটির মানিক মূখার্জী কুডু সহ অন্যান্যরা।

এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন ইসকন সভাপতি তপসি প্রভু, মহা শ্বশান কমিটির সম্পাদক তমাল মালাকার,বরিশাল মেট্রোপলিটন উপ- পুলিশ কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূইয়া, মেট্রোপলিটন উপ-কমিশনার (ডিসি ট্রাফিক) খায়রুল আলম,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড, দিলিপ কুমরি ঘোষ, গোপাল সাহা,স্বপন কর।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে ভগবান শ্রী কৃষ্ণের প্রতিকৃতি নিয়ে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠান সহ হাজার কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ শোভা যত্রিা ও বিভিন্ন যানবাহন নিয়ে অংশ নেয়।
শোভা যাত্রায় শ্রী কৃষ্ণের প্রতিকৃতি সহ অত্যাচারী রাজা ও শ্রী কৃষ্ণের মামা কংশের অভিনয় যানবাহনে প্রদশর্ন করা হয়।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official