স্টাফ রিপোর্টার:
৩ দিন পরেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গপূজার আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে মন্ডপগুলো চলছে শেষ সময়ের প্রস্তুতি। সারাদেশের মতো বরিশালজুড়েও চলছে দুর্গোৎসবের আয়োজন। প্রতিমা নির্মাণের পাশাপাশি এ মুহূর্তে চলছে মন্ডপ ও মন্দির ঘিরে সাজসজ্জার কাজ।
পঞ্জিকা মতে গতকাল মহালয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মর্ত্যলোকে দেবীর আগমনী বার্তা বেজে উঠেছে। আগামী ৩ অক্টোবর দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আগামী ৪ অক্টোবর ষষ্ঠী পূজা, ৫ অক্টোবর সপ্তমী পূজা, ৬ অক্টোবর মহাষ্টমী পূজা, ৭ অক্টোবর মাহনবমী পূজা ও প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে ৮ অক্টোবর শেষ হবে শারদীয় দুর্গাপূজা। এদিকে বরিশাল নগরীর বেশ কয়েকটি পূজামন্ডপ ঘুরে ব্যস্ততার চিত্র লক্ষ্য করা গেছে। এসব মন্ডপের বেশির ভাগেরই মাটির কাজ শেষে চলছে রংয়ের কাজ। তবে বড় বড় ম-পগুলো ঘুরে দেখা গেছে, প্রতিযোগিতামূলক বড় তোরণ নির্মাণসহ সাজসজ্জার কাজ এগিয়ে নিয়ে যেতে।
বরিশালের সর্ববৃহৎ পূজামন্ডপ শ্রী শ্রী শংকর মঠ পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর দে বলেন, পূজার আয়োজনে কোনো কমতি রাখতে চাচ্ছেন না। তাই বিগত দিনের থেকে এবারে একটু ব্যতিক্রম আয়োজন করতে যাচ্ছেন তারা। আলোকসজ্জা ও তোরণ নির্মাণে আসছে পরিবর্তন।
কমিটির সাধারণ সম্পাদক লিমন কৃষ্ণ সাহা কানু বলেন, প্রতিবারের মতো এবারও আমরা বরিশালের সব থেকে বড় তোরণ নির্মাণ করছি। প্রতিমা তৈরিতেও নতুন নকশা আনা হয়েছে।আশা করছি, দুর্গাপূজায় আমাদের এ বৃহৎ পূজামন্ডপে কোনো কিছুরই ঘাটতি থাকবে না। এদিকে নগরীর পাষাণময়ী কালীমাতার মন্দিরে এবারও পুকুরের মধ্যে মন্ডপ তৈরি করা হয়েছে।
এখানে সাজসজ্জায় প্রতিবারের মতো থাকছে ভিন্নতা। দুর্গাপূজার সার্বিক প্রস্তুতির বিষয়ে বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু বলেন, এবার আমাদের সার্বিক পরিস্থিতি ভালো। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। কয়েকদিন পরেই শহর উৎসবের আলোকসজ্জায় মুখরিত হয়ে উঠবে। এদিকে আগৈলঝাড়া উপজেলায় সবচেয়ে বেশি পূজামন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এবারও আগৈলঝাড়ার ১৫৪টি পূজামন্ডপে চলছে আয়োজন।
তবে এ বছরই আগৈলঝাড়া উপজেলার অন্যতম প্রধান আকর্ষণ থাকছে একশ’ হাতের নির্মিত দুর্গতিনাশিনী দেবী দুর্গার প্রতিমা। উপজেলার বাকাল ইউনিয়নের জলিরপাড় গ্রামের বাসুদেব ওঝার বাড়ির সর্বজনীন দুর্গা মন্দিরে নির্মাণ করা হয়েছে একশ’ হাতের ব্যতিক্রমী দেবী দুর্গার প্রতিমা।
উপজেলা পূজা উদযাপন কমিটির নেতারা জানান, বরিশাল বিভাগের সবচেয়ে বেশি পূজা আগৈলঝাড়ায় অনুষ্ঠিত হলেও একশ’ হাতের ব্যতিক্রমী দুর্গা প্রতিমা এ প্রথম নির্মাণ করা হয়েছে।