18 C
Dhaka
January 25, 2026
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় জেলার সংবাদ রাজণীতি

প্রশ্রয় না দিলে দুর্নীতি আপনার পাশে ঘেঁষবে না: মাশরাফি

নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক নড়াইল-২ (নড়াইল-লোহাগড়া) আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা ছিলেন সম্মেলনে বড় চমক। দলীয় সূত্র জনায়, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার সকাল ১০টায় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মুন্সী আলাউদ্দিন এর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন(এমপি), কেন্দ্রীয় কমিটির সদস্য এস, এম কামাল হোসেন, নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডঃ সৈয়দ আইয়ুব আলী, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান এস, এমএ হান্নান রুনু প্রমুখ। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস। প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু।

বক্তব্যে ক্রিকেটার এমপি মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘আপনি যদি দুর্নীতিকে প্রশ্রয় না দেন তবে দুর্নীতি আপনার পাশে ঘেঁষতে পারবে না। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযানে নেমেছেন। আমিও প্রধানমন্ত্রীর সে অভিযানে সামিল হয়েছি। আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী গ্রুপিং করবেন না। আমরা এক ছাতার নিচে থেকে উন্নয়ন কাজ করতে চাই। আমি নড়াইলে দলকে সুসংগঠিত করার চেষ্টা করব।’

কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানে সামিল হয়ে দলকে তৃণমূলে সংঘটিত করার মাধ্যমে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করব। এজন্য দলকে পরিচালনা করতে আমরা সঠিক নেতৃত্ব বাছাই করব।’

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official