Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

বরিশালে পুলিশ কর্মকর্তার মোটরসাইকেল চাপায় শিশুর মৃত্যু

বরিশাল মেট্টোপলিটন পুলিশের (বিএমপি) এক কর্মকর্তার মোটরসাইকেলের চাপায় নগরীর ভাটার খাল এলাকায় রাকিব নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল ৮ টায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এর আগে গত ১০ জুলাই বেলা ১২টার দিকে ভাটার খাল এলাকায় বিএমপির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) এনায়েত এর মোটরসাইকেলের চাপায় শিশুটি গুরুতর আহত হয়।

নিহত শিশুর স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই পুলিশের এএসআই এনায়েতের ড্রাইভার তার মোটরসাইকেল নিয়ে রঙ কেনার জন্য বের হয়। এ সময় ভাটারখাল এলাকায় আসলে ছোট্ট শিশু রাকিব তার বাসার সামনেই ওই মোটরসাইকেলের চাপায় গুরুতর আহত। পরে স্থানীয়রা উদ্ধার করে শিশুটিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে শিশু রাকিব মারা যায়।

এ বিষয়ে মোটরসাইকেল মালিক বরিশাল মেট্টোপলিটন পুলিশের এএসআই এনায়েত এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিয়ষটি মিমাংসার চেষ্টা চলছে।

এদিকে পুলিশ কর্মকর্তার মোটরসাইকেল চাপায় শিশু রাকিবের মৃত্যুর পরপরই ভাটারখাল এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে নিহত শিশুর স্বজনরা ও এলাকাবাসী বিক্ষোভের প্রস্তুতি নিলেও পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে সমাধানের আশ্বাসে শিশু রাকিবের লাশ দাফন করা হয়।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official