Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

বরিশালে জেলায় দেড় হাজার পরিবারে ঈদুল আজহা উদযাপিত

বরিশাল জেলা ও মহানগরীর দেড় হাজার পরিবারে আগাম ঈদুল আজহা উদযাপিত হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টায় এসব পরিবারের হাজারো ধর্মপ্রাণ মুসুল্লী জেলা ও মহানগরীর ৬টি জামাতে ঈদের নামাজ আদায় করেন। তারা সকলেই চট্টগ্রামের রওশনহাট দরবার শরীফের কাদেরিয়া চিশতিয়া জাহাগিরিয়া তরিকার অনুসারী। সৌদি আরবসহ বিশ্বের অন্যান্য দেশের সাথে মিল রেখে একই দিনে ঈদসহ যাবতীয় ধর্মীয় আচার্য পালন করেন তারা।

সকাল ৯টায় বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাঁজকাঠী মমতাজিয়া জামে মসজিদে এই তরিকার অনুসারীদের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মহান সৃষ্টিকর্তার উদ্দেশ্যে পশু কোরবানি করেন তারা।

এছাড়া নগরীর দক্ষিণ সাগরদী মমতাজিয়া জামে মসজিদ ও টিয়াখালী চৌধুরী বাড়ি মমতাজিয়া জামে মসজিদ এবং বাবুগঞ্জের মাধবপাশা দুয়ারী বাড়ি মমতাজিয়া জামে মসজিদ, ভেটেরেনারী কলেজ সংলগ্ন সিকদার বাড়ি মমতাজিয়া জামে মসজিদে ও কেদারপুর হাওলাদার বাড়ি মমতাজিয়া জামে মসজিদে সকাল ৯টায় একযোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ৬টি জামাতে দুই উপজেলা দেড় হাজার পরিবারের অন্তত এক হাজার মুসল্লী ঈদের জামাতে অংশগ্রহণ করেন।

এই তরিকার অনুসারী বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাঁজকাঠী এলাকার মো. মতিন সিকদার জানান, তারা (কাদেরিয়া চিশতিয়া জাহাগিরিয়া তরিকার অনুসারী) বিশ্বের অন্যান্য দেশের সাথে একই দিনে ঈদ উদযাপন করেন।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official