রবিবার , ১৭ জুলাই ২০২২ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

বরিশালে গান বাজানো কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত- ৪

প্রতিবেদক
banglarmukh official
জুলাই ১৭, ২০২২ ৯:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের পাদ্রীশিবপুর ৫ নং ওয়ার্ডে গত কাল ১৬ জুলাই শনিবার সকাল অনুমান ৯.৩০ মিনিটে এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মো: হাবুল মোল্লা বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী শাকিল মোল্লা গত ১৫ জুলাই শুক্রবার উচ্চস্বরে গান বাজাতে থাকে তখন মো: হাবুল মোল্লা তার ছেলে বাড়িতে অসুস্থ থাকায় সাউন্ড কমিয়ে শাকিল মোল্লা কে গান বাজানোর অনুরোধ করলে বাকবিতণ্ডা হয়।

ওই ঘটনার জেরে ১৬ জুলাই শনিবার শাকিল মোল্লা তার দলবল নিয়ে হাবুল মোল্লার বাড়িতে এসে তার ছেলে মুজাহিদ মোল্লার উপহার অতর্কিত হামলা চালায়।

মুজাহিদ মোল্লার ডাকচিৎকার শুনে তার ভাই কবির মোল্লা, তার মা হালিমা বেগম, বোন খাদিজা আক্তার বাঁচাতে এগিয়ে আসলে হামলাকারী শাকিল মোল্লা, শাহিন মুন্সী তাদের উপর অতর্কিত হামলা চালায়।

হামলা চলাকালে তাদের ব্যবহৃত স্বর্ণ অলংকার ছিনিয়ে নেয়। অপরদিকে খলিল মোল্লা ও সুলতান মুন্সী হালিমা বেগম ও খাদিজা আক্তার এর পরিধেয় কাপড় টানা হেচরা করে ছিড়িয়া শ্লীলতাহানী করে। হামলায় আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে।

অভিযোগকারী হাবুল মোল্লা জানান, হামলায় আমার ছেলে মুজাহিদ এর বুকের পাজরের হাড্ডি ভেঙ্গে গেছে। বুকে অনেক আঘাত লেগেছে গুরুতর আহত তাকে চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। হামলাকারীদের আইনের আওতায় এনে সঠিক বিচার দাবি জানান তিনি।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন মিলন জানান, আমরা লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত চলমান। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ - জাতীয়