শুক্রবার , ২৪ মার্চ ২০২৩ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসি বাস দুর্ঘটনায় দুইজন নিহত

প্রতিবেদক
banglarmukh official
মার্চ ২৪, ২০২৩ ৯:১৭ অপরাহ্ণ

ঝালকাঠির রাজাপুরে বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ও গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে সুপার ভাইজার মেহেদী হাসানসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়।

দুর্ঘটনার পরে একঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ শুক্রবার সকাল পৌনে ১০ টার দিকে বরিশাল-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের উপজেলার কানুদাশকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

পুলিশ ও আহতরা জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে পাথরঘাটার উদ্দেশ্যে সকালে যাত্রা শুরু করে। বাস ছাড়ার পর থেকেই চালক ও হেলপার সুপরভাইজারদের মধ্যে বাকবিতন্ডা হয় কয়েক দফায়। এ কারনে চালক বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিলেন। কানুদাশকাঠি এলাকায় বাসটি এলে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ও গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচরে খাদে পড়ে যায়।

রাজাপুর থানার ওসি পুলিক চন্দ্র রায় জানান, ঘটনাস্থলেই সুপার ভাইজার মেহেদী হাসান ও এক বাস যাত্রী নিহত হন। দুর্ঘটনায় যান চলাচল বন্ধ হলে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

সর্বশেষ - প্রচ্ছদ