সোমবার , ৪ সেপ্টেম্বর ২০২৩ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

বরিশালে ভেজাল ব্যবসা করায় দোকানীকে কান ধরে উটবস

প্রতিবেদক
banglarmukh official
সেপ্টেম্বর ৪, ২০২৩ ৬:৫১ অপরাহ্ণ

হলুদ-মরিচের গুঁড়ার সঙ্গে রং ও চাল মিশিয়ে বিক্রির অপরাধে দুই কারখানাকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কান ধরে ভেজাল ব্যবসা করবে না বলে অঙ্গীকার করেছেন কারখানার মালিকরা।

সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নগরীর হাটখোলা বাজার মরিচ পট্টি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়।

জানা যায়, কারখানা দুটিতে দীর্ঘদিন ধরে মসলার ওজন বাড়ানোর জন্য চাল আর মসলার রং মিশিয়ে বিক্রি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের জরিমানা করে ভোক্তা অধিকার।

হুমায়ূন মরিচ মিলের মালিক হুমায়ূন জানান, অতিরিক্ত মুনাফার আশায় তারা মসলার ওজন বাড়াতে চাল আর রং মেশাতেন। তবে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকবেন তিনি।

অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, চাল ও ক্ষতিকর রঙ মিশিয়ে তৈরি হচ্ছে ভেজাল হলুদ মরিচের গুঁড়ো। এমন সংবাদের ভিত্তিতে নগরীর হাটখোলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি মসলা কারখানার মালিককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যবসায়ীরা কান ধরে ভেজাল ব্যবসা করবে না বলে অঙ্গীকার করেছেন। এসব মসলা মানবদেহের জন্য ক্ষতিকর জানিয়ে ভেজাল রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ