সোমবার , ৬ নভেম্বর ২০২৩ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

বরিশালে বিপুলপরিমাণ ইয়াবাসহ আটক ২

প্রতিবেদক
banglarmukh official
নভেম্বর ৬, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ

বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ এক পুলিশ সদস্য ও তার সহযোগীকে আটক করা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টায় বিমানবন্দর থানাধীন রহমতপুর বাস টার্মিনাল থেকে ১৯৯০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন,বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেন।

আটককৃতরা হলেন- বরিশাল জেলা পুলিশ সদস্য আসাদুজ্জামান আসাদ। তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়েনের মাটিভাঙ্গা গ্রামের মজিদ মিঞার ছেলে। জানাযায়, এই পুলিশ সদস্য পূর্বেও মাদকসহ আটক হয়েছেন। একারনে বর্তমানে তিনি মাদক মামলায় ক্লোজড রয়েছেন।

অপর আরেকজন আসামি হলেন- ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভবানিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাসুম (৪০)।

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে রহমতপুর বাস টার্মিনাল থেকে ১৯৯০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। আটকৃতর একজন পুলিশ সদস্য এবং অপরজন তার সহযোগী। তাদের দুজনের বিরুদ্ধেই একাধিক মাদক মামলা রয়েছে।

তিনি আরো বলেন,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।মাদক নির্মূলে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।

সর্বশেষ - জাতীয়