বুধবার , ৬ ডিসেম্বর ২০২৩ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

বরিশালে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো দুইজনের

প্রতিবেদক
banglarmukh official
ডিসেম্বর ৬, ২০২৩ ৬:১২ অপরাহ্ণ

বরিশালে বেপরোয়াগতির মোটরসাইকেলের চাপায় এক পথচারীসহ চালক নিহত হয়েছেন। এরমধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজন বরিশাল শেবাচিম হাসপাতালে অপর একজনকে ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে ময়নাতদন্ত শেষে উভয়ের লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসলে শোকের ছায়া নেমে আসে।

নিহতরা হলেন, মোটরসাইকেল চালক কুতুবপুর গ্রামের আবু বক্কর খানের ছেলে বায়েজীদ খান (২২) ও পথচারী বোরাদী গরঙ্গল গ্রামের মৃত মাজেদ আলী ফকিরের ছেলে মুনছুর আলী ফকির (৭৫)।

মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী-হোসনাবাদ আঞ্চলিক সড়কের নলচিড়া ইউনিয়নের বোরাদী গরঙ্গল এলাকার ইউপি সদস্য বাবুল ফকিরের বাড়ির সামনে।

স্থানীয় ইউপি সদস্য বাবুল ফকির জানিয়েছেন, সোমবার সন্ধ্যার পর পরই বেপরোয়াগতিতে বায়েজীদ খান মোটরসাইকেল চালিয়ে গৌরনদী যাওয়ার সময় রাস্তা পারাপাররত মুনছুর আলী ফকিরকে চাঁপা দিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় বায়েজীদ ও মুনছুর আলীকে উদ্ধার করে প্রথমে গৌরনদী ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। ওইদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় বায়েজীদ খান ও ঢাকায় নেওয়ার পথে মুনছুর আলী ফকির মৃত্যুবরণ করেন।

সর্বশেষ - জাতীয়