রবিবার , ২৪ ডিসেম্বর ২০২৩ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

বরিশালে চুরি হওয়া ৫১ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ

প্রতিবেদক
banglarmukh official
ডিসেম্বর ২৪, ২০২৩ ৫:৪৪ অপরাহ্ণ

বরিশালে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ৫১টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ। ফোনগুলো মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।

পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, গত নভেম্বর মাসে বরিশাল জেলায় বিভিন্ন থানায় যেসব মোবাইল ফোন হারিয়ে যাওয়ার জিডি হয়েছে, তার মধ্যে ৫১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সাধারণত থার্ডপার্টির মাধ্যমে এসব ফোন উদ্ধার করা হয়েছে।

মোবাইল ফোন পেয়ে আনন্দিত মেহেন্দীগঞ্জের জেসমিন আক্তার জানান, তিনি মোবাইল ফোন ফেরত পাবেন এ রকম আশা ছিল না। এই মোবাইল ফোন ফেরত পেয়ে তিনি খুবই খুশি।

বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাজাহান হোসেন জানান, উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন জেলা থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়েছে। কেউ যদি পুরোনো মোবাইল ফোন কিনে থাকেন তাহলে তা ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

সর্বশেষ - প্রচ্ছদ