30 C
Dhaka
মে ১৭, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক

১০ আগস্ট পর্যন্ত নূপুর শর্মাকে গ্রেফতার নয়: সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্কঃ মহানবিকে (সা.) নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে আগামী ১০ আগস্ট পর্যন্ত নূপুর শর্মাকে গ্রেফতার করা যাবে না। মঙ্গলবার এই বিজেপি নেত্রীর পক্ষে এমন রায়ই দিয়েছে ভারতের শীর্ষ আদালত।

বিচারপতি সূর্যকান্ত ও জেবি পাড়িয়ালার অবকাশকালীন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে, এই সময়ের মধ্যে নূপুর শর্মার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না।

সোমবার গ্রেফতার এড়াতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন নূপুর শর্মা। বিভিন্ন রাজ্যে তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে তাকে যেন গ্রেফতার করা না হয়, নিজের আইনজীবীর মাধ্যমে সেই আবেদন জানান তিনি।

উল্লেখ্য, নূপুরের মন্তব্যে বিতর্কের আগুনে জ্বলেছে দেশের বিভিন্ন প্রান্ত। এই প্রেক্ষাপটে দেশের একাধিক রাজ্যে নূপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে এই বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্যের সমালোচনা করা হয়। ভারতের বিভিন্ন প্রান্তে যে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে সেজন্য নূপুর শর্মাই দায়ী বলে মন্তব্য করেন আদালত। এ ঘটনায় দেশবাসীর কাছে তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে এই মামলায় কেন্দ্র ও রাজ্যগুলোকে নোটিশ দিয়েছে আদালত। সব এফআইআর একত্রিত করার যে আবেদন জানিয়েছিলেন নূপুর শর্মা তার ভিত্তিতেই এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। আগামী ১০ আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

জাপানে আঘাত হেনেছে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

banglarmukh official

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা জাতিসংঘ মহাসচিবের

banglarmukh official

ইমরান খানের তিন বছরের কারাদণ্ড, রায় ঘোষণার পরপরই গ্রেফতার

banglarmukh official

প্রেম করার অপরাধে খুন: ফেলে দেওয়া হলো কুমিরের অভয়ারণ্যে

banglarmukh official

বিয়ের আসরেই ঝগড়ার পর বিষপান, বরের মৃত্যু; লাইফ সাপোর্টে কনে

banglarmukh official

নির্বাচনে জিতলেন মৃত নারী

banglarmukh official