32 C
Dhaka
মে ১৩, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা প্রচ্ছদ

৫ জানুয়ারি শুরু হবে বিপিএলের ৬ষ্ঠ আসর

আগে থেকেই জানা, জাতীয় নির্বাচনের কারণে এবারের বিপিএলের আসর পিছিয়ে যেতে পারে। অর্থ্যাৎ বিপিএলের ৬ষ্ঠ আসর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে জানুয়ারিতে। এবার বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে সেই সিদ্ধান্তই নেয়া হলো। জাতীয় নির্বাচনের কারণেই নভেম্বর-ডিসেম্বর থেকে পিছিয়ে আগামী বছর জানুয়ারিতে নিয়ে যাওয়া হলো বিপিএল।

বিপিএলের ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে বসে বিপিএল গভর্নিং কাউন্সিল। সেই বৈঠকের পর উপস্থিত সাংবাদিকদের এই নতুন তথ্য জানান বিসিবি পরিচালক এবং বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানিয়েছেন, ৫ জানুয়ারি শুরু করা হবে বিপিএলের পরবর্তী আসর এবং শেষ হবে ৮ ফেব্রুয়ারি।

জালাল ইউনুস বলেন, ‘আমরা বিপিএল আয়োজনের জন্য সময় নির্ধারণ করেছি ৫ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তার আগে প্লেয়ার ড্রাফট করতে চাই অক্টোবরে। তবে দিন তারিখ নির্ধারণ করা হয়নি। তারিখ পরে জানিয়ে দেবো।’

জাতীয় নির্বাচনের সঙ্গে সামঞ্জস্য রেখেই বিপিএলের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। জালাল ইউনুস বলেন, ‘আমরা জেনেছি, জাতীয় নির্বাচন হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে। সেই নির্বাচনের সম্ভাব্য সময়সূচির সঙ্গে মিলিয়েই জানুয়ারির ৫ তারিখ থেকে ফেব্রুয়ারির ৮ তারিখ পর্যন্ত বিপিএলের জন্য বরাদ্ধ রেখেছি। তবে কোনো কারণ জাতীয় নির্বাচন পিছিয়ে গেলে, তার সাথে তাল মিলিয়েই বিপিএলের দিন তারিখ নতুন করে নির্ধারণ করা হবে।’

সম্পর্কিত পোস্ট

বরিশালে ৭৯৭ কোটি টাকার প্রকল্প উদ্বোধন

banglarmukh official

এবার এইচএসসি পরীক্ষা শুরু ৩০ জুন, সময় সূচি ঘোষণা

banglarmukh official

এসএসসি’ পরীক্ষায় অর্ধেক লিখিত,বাকি অর্ধেক হাতে-কলমে মূল্যায়ন

banglarmukh official

দ্বাদশ সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সব প্রস্তুতি সম্পন্ন

banglarmukh official

কেন্দ্রীয় যুবলীগের সদস্য অসীম দেওয়ানের পিতার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

banglarmukh official

শেখ হাসিনাকে সৌদি যুবরাজের অভিনন্দন

banglarmukh official