সোমবার , ২৬ আগস্ট ২০২৪ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

সচিবালয়ে নাশকতা: গ্রেফতার ১০৯ আনসারকে নেওয়া হয়েছে আদালতে

প্রতিবেদক
banglarmukh official
আগস্ট ২৬, ২০২৪ ৪:১৭ অপরাহ্ণ

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ ও নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেফতার ১০৯ আনসার সদস্যকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হয়েছে।

সোমবার দুপুর আড়াইটা পর্যন্ত শাহবাগ, রমনা ও পল্টন থানায় দায়ের করা মামলায় তাদেরকে আদালতে হাজির করা হয়।

আদালতে কর্মরত এক পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতার আনসার সদস্যদের আদালতের লকআপে রাখা হয়েছে। গ্রেফতারদের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

রোববার সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়া সত্ত্বেও সচিবালয় অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান আনসার সদস্যরা। একপর্যায়ে তারা ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গতকাল রাত ১১টা পর্যন্ত অন্তত ৪০ জনকে ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনসার সদস্যরা তাদের দাবি পূরণের আশ্বাস পেয়েও সচিবালয় অবরোধ করে রেখেছে জানতে পেরে এক হাজারেরও বেশি শিক্ষার্থী সচিবালয় এলাকায় উপস্থিত হলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। পরে সেখান থেকে পালাতে বাধ্য হন আনসার সদস্যরা।

সর্বশেষ - বরিশাল