বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

বরিশাল বিভাগে ডেঙ্গুতে মৃত্যু ছাড়ালো অর্ধশত

প্রতিবেদক
banglarmukh official
সেপ্টেম্বর ৭, ২০২৩ ৫:১২ অপরাহ্ণ

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় হাবিবা (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৪০৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

হাবিবা পটুয়াখালী জেলার কাঠপট্টি রোড এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ৬ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪০৩ রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১২৬ জন, পটুয়াখালীতে ৯১ জন, পিরোজপুরে ৭৫ জন, ভোলায় ৩৫ জন, বরগুনায় ৬৮ জন আছেন ও ঝালকাঠিতে ৮ জন।

এছাড়া বৃহস্পতিবার পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মোট এক হাজার ৯৬জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন। এর মধ্যে বরিশালে ৪৫৪ জন, পটুয়াখালীতে ২০৫ জন, ভোলায় ৬৭ জন, পিরোজপুরে ১৬৬ জন, বরগুনায় ১৮৮ জন ও ঝালকাঠিতে ১৬ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, চলতি বছর বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৬ হাজার ৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৮৬১ জন। মারা গেছেন ৫১ জন ডেঙ্গু রোগী।

তিনি আরও বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গু রোগীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে।

সর্বশেষ - প্রচ্ছদ