মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

মেট্রোরেলের পিলারে ‘ফাটলের’ বিষয়ে যা জানাল কর্তৃপক্ষ

প্রতিবেদক
banglarmukh official
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ

মেট্রোরেলের ৩৬৬ নম্বর পিলারে কোনো ফাটল ধরেনি বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোরেলের পিলারে ফাটল দেখা দিয়েছে- ফেসবুকে এমন একটি পোস্ট করেন এক ব্যক্তি। তারপরই বিষয়টি পর্যবেক্ষণ করে মেট্রোরেল কর্তৃপক্ষ।

জানা গেছে, ফেসবুকে পোস্ট করা ওই ব্যক্তির নাম তাফসির আহমেদ খান। তিনি পিলারের কয়েকটি ছবি পোস্ট করে দাবি করেন, আগারগাঁও স্টেশন থেকে একটু সামনে ৩৬৬ নম্বর পিলারে ফাটল হয়েছে। তারপর বিষয়টি পর্যবেক্ষণ করে কর্তৃপক্ষ জানিয়েছে এটা ফাটল নয়।

তাফসির আহমেদ খান তার পোস্টে লিখেছেন, আগারগাঁও স্টেশনের একটু পরেই ৩৬৬ নম্বর পিলারে এই ক্র্যাকটি দেখেছিলাম। আগেও এই গ্রুপে একটা পোস্টে দেখেছি এ ধরনের একটি ক্র্যাক নিয়ে এবং তা দ্রুততম সময়ের মধ্যেই নিরসন করা হয়েছিল। তাই এই পোস্টটি করা।

তিনি লেখেন, ছবিতে যত বড় মনে হচ্ছে, সরাসরি এতটা নয়। আর তাছাড়া এটা কে ক্র্যাক বলব না কি, এই টেকনিক্যাল টার্মটাও আমার জানা নাই। তারপরও পোস্ট করেছি, শুধু কর্তৃপক্ষকে জানানোর জন্যে, এর চাইতে বেশি কিছু নয়।

ওই পোস্ট খুব দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই বিষয়টি পর্যবেক্ষণ করে মেট্রোরেল কর্তৃপক্ষ। পরীক্ষা-নিরীক্ষার পর তারা জানান, পিলারে ফাটল পাওয়া যায়নি। এখানে ফাটল বলে যে ছবি প্রচার করা হয়েছে, সেটা মূলত জয়েন্টের দাগ।

মেট্রোরেল কর্তৃপক্ষ আরও জানায়, পিলারগুলো ঢালাই করতে যে ফ্রেম ব্যবহার করা হয়েছিল সেটাতে চারটি অংশ ছিল যা নাট-বোল্ট দিয়ে লাগানো ছিল। এই অংশগুলোর মাঝে কিছুটা ফাঁকা থাকে। ঢালাইয়ের পর সেখানে কিছুটা ফাঁকা থাকে যা ফাটলের মতোই দেখতে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত