বৃহস্পতিবার , ১৯ অক্টোবর ২০২৩ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

শেষ শ্রদ্ধায় শিক্ত সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক এসএম ইকবাল

প্রতিবেদক
banglarmukh official
অক্টোবর ১৯, ২০২৩ ৫:৫৩ অপরাহ্ণ

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এসএম ইকবালের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংবাদিক অঙ্গণে।

বৃহস্পতিবার বেলা ১১টায় তার মরদেহ নিয়ে আসা হয় বরিশাল প্রেসক্লাবে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানায় বরিশালের সর্বস্থরের সাংবাদিক সমাজ।

এসময় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক সাধারন সম্পাদক পুলক চ্যাটার্জি, কাজী মিরাজ মাহমুদ, বিপ্লবী বাংলাদের পক্ষে সম্পাদক নুরুল ইসলাম ফরিদ, নির্বাহী সম্পাদক নুরুল হাসান স্বাক্ষর, বার্তা সম্পাদক মেহেদী হাসান, বরিশাল টেলিভিশন মিডিয়া এসোশিয়েশনের সভাপতি হুমায়ন কবিরের নেতৃত্বে সংগঠনটির সদস্য আলি জসিম, শাহিন হাসান, সাঈদ পান্থ, পারভেজ রাসেল, আরিফ হোসেন, মজিবর রহমান নাহিদ, দৈনিক আজকালের পক্ষে জেখান স্বপন ও কেএম নয়ন, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষে সাধারন সম্পাদক হাফিজুর রহমান হিরা, যুগ্ম সাধারন সম্পাদক এম মোফাজ্জেল, বরিশাল সাংবাদিক সমন্বয় পরিষদের জিয়া শাহিন, এম জহির, জাকির হোসেন সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমের সাংবাদিকরা।

প্রেসক্লাবের পক্ষ থেকে কোরআন খমত, দোয়া মোনাজাত ও কালো ব্যাচ করা হয়েছে।

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন জানিয়েছেন, এসএম ইকবাল ছিলেন বরিশালের সাংবাদিকতার বাতিঘর, তার মৃত্যুতে পুরো বরিশালের সাংবাদিক সমাজ শোকাহত। ইকবাল ভাইয়ের মতো মানুষ আর আসবে না, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।

সর্বশেষ - জাতীয়