সোমবার , ১১ নভেম্বর ২০২৪ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের নাম চূড়ান্ত করতে গণবিজ্ঞপ্তি

প্রতিবেদক
banglarmukh official
নভেম্বর ১১, ২০২৪ ২:১১ অপরাহ্ণ

জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করতে সরকার ‘গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল’ গঠন করেছে সরকার। রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পক্ষ থেকে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ জুলাই থেকে ৫ অগাস্টের মধ্যে আন্দোলনে নিহত, নিখোঁজ বা বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে বা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বা আন্দোলনে সম্পৃক্ত থেকে অন্য কোনোভাবে মৃত্যুবরণ করেছেন, কিন্তু নাম তালিকাভুক্ত হয়নি এমন ব্যক্তিদের তালিকাভুক্ত করার জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে।

সংশ্লিষ্ট মৃত ও নিখোঁজ ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং উপযুক্ত প্রমাণসহ তার পরিবারের সদস্য বা আত্মীয়রা আবেদন জানাতে পারবেন।

তারা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা বিশেষ সেলের দলনেতা বরাবর আবেদন বিএসএল অফিস কমপ্লেক্স (হোটেল ইন্টারকন্টিনেন্টাল), ১ মিন্টু রোড, ঢাকা-১০০০ ঠিকানায় পাঠানো যাবে।

তবে, ই-মেইল আবেদন muspecialcell36@gmail.com ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।

এছাড়া, ইতোমধ্যে সরকারি-বেসরকারি হাসপাতাল ও জেলা কমিটির মাধ্যমে প্রাপ্ত শহিদদের নামের তালিকা স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইট www.hsd.gov.bd এবং www.dghs.gov.bd-তে প্রকাশ করা হয়েছে।

সর্বশেষ - প্রচ্ছদ