রবিবার , ৩ ডিসেম্বর ২০২৩ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

বরিশালে শিক্ষার্থীদের জন্য ভাসমান শিক্ষাতরী

প্রতিবেদক
banglarmukh official
ডিসেম্বর ৩, ২০২৩ ৫:৩০ অপরাহ্ণ

বরিশালে ভাসমান তরীর মাধ্যমে অসহায় ও সুবিধা বঞ্চিতসহ সকল শিশু শিক্ষার্থীদের হাতে কলমে ভাসমান তিনটি নৌকার মাধ্যমে বিজ্ঞান মনস্ক শিক্ষা কার্যক্রম মাসব্যাপী শুরু হয়েছে। বরিশাল জেলার বিভিন্ন স্থানে নদীর পাশে শিশুদের হাতে কলমে এই শিক্ষা দেওয়ায় খুশি শিক্ষার্থীসহ অভিবাবকরা। হাতে কলমে শিক্ষার আয়োজিত কার্যক্রম সবসময় পাওয়ার দাবী শিক্ষার্থীসহ অভিবাকদের। ভবিষ্যতে এই কর্যক্রম আরো ব্যাপকভাবে করার কথা বললেন কর্মকর্তারা।

বরিশালে ম্যাস ব্যাপী ভাসমান তরীর মাধ্যমে বিজ্ঞান মনস্ক শিক্ষা কার্যক্রম শুরুতে স্থানীয়সহ শিক্ষার্থীদের মধ্যে সারা ফেলেছে। ব্রাকের ৫০ বছর পূর্তি উপলক্ষে, শিক্ষা কর্মসূচির মাধ্যমে তিনটা ভাসমান নৌকার মাধ্যমে গনিত তরী, বিজ্ঞান তরী এবং মূল্যবোধ তরীর মাধ্যমে তিনটা নৌকায় ৬ জন শিকক্ষদের মাধ্যমে হাতে কলমে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হয়।

বরিশালের সদর উপজেলার চরবাড়িয়ার র্কীতণখোলা নদীর তীরে ১০ দিন ব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করায় প্রথম দিনেই শিক্ষার্থীদের ভীর ছিলো চোখে পড়ার মতন। এই কার্যক্রম চলবে জেলার বিভিন্ন উপজেলায় মাসব্যাপী। হাতে কলমে শিক্ষা নিতে পেরে খুশি শিক্ষার্থীরা তবে এই কার্যক্রম সবসময় পাওয়ার দাবী শিক্ষার্থীদের। অভিবাবক ও শিক্ষকরা বলেন, বই ধারনা থেকে হাতে কলমে শিক্ষা নেওয়ায় শিক্ষার্থীরা বাস্তবে শিক্ষা নিলো, এতে করে তারা ভবিষ্যতে আরো ভালো করবে বলে জানান তারা। ব্রাক শিক্ষা কর্মসূচির পরিচালক সাফি রহমান খান বলেন, ব্রাকের ৫০ বছর পূর্তি উপলক্ষে আলাদা একটা চিন্তা থেকে এই শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে এবং এই কার্যক্রম ১১টি জেলায় ২৪ টি স্পর্টে ৫০ হাজার শিক্ষার্থীরা অংশ্রগ্রহন করেন বলে জানান ব্রাক শিক্ষা কার্যক্রমের পরিচালক।

শিক্ষা অধিদপ্তরের প্রফিউরমেন্ট ও পরিচালক মোঃ হামিদুর হক বলেন, হাতে কলমে শিক্ষা দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বলেন ব্রাক একটি ভালো উদ্যোগ নিয়েছে শিক্ষার্থীদের জন্য। তাদের এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান সর্ম্পেকে অনেক কিছু ধারনা নিতে পারবে। পরিকল্পনা ও উন্নয়ন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (যুগ্ন সচিব) মো: মিজানুর রহমান বলেন, ব্রাকের মূলবোধ তরী, বিজ্ঞান তরী, গনিত তরী এর মাধ্যামে স্থানীয় শিক্ষার্থীরা স্কুলের বাইরে অনেক কিছু শিখতে পারবে এবং অনেক আজানা বিষয় গুলো জানতে পারবে। শিক্ষাক্ষেতে এই উদ্যোগটা একটি প্রশাংসনিয় উদ্যোগ বলে আমি মনে করি।

বরিশাল জেলার ব্রাক’র সমন্বয়ক বিভাষ চন্দ্র তরফদার বলেন, ব্রাকের ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী আমাদের এই আয়োজন চলছে। তারই ধারাবাহিকতা হিসেবে বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় মাসব্যাপী এই ভাসমান শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। শুক্রবার বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই হাতে কলমে এই শিক্ষা দেওয়া হচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক