36 C
Dhaka
এপ্রিল ২৮, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
ক্যাম্পাস ঢাকা

ঢাবির ‘খ’ ইউনিটে তৃতীয় হয়েছেন কেয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘খ’ ইউনিটে (কলা অনুষদ) ২০২১-২২ শিক্ষাবর্ষের (স্নাতক) ভর্তি পরীক্ষায় তৃতীয় হয়েছেন মাদারীপুরের সাবরিন আক্তার কেয়া। গত সোমবার (২৭ জুন) দুপুরে ফলাফল ঘোষণা করা হয়।

সাবরিন আক্তার কেয়া মাদারীপুর সরকারি কলেজের মানবিক বিভাগের ছাত্রী ছিলেন। মাদারীপুর ডনোভান সরকারি বালিকা বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাশ করেন।

তিনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএর ভিত্তিতে প্রাপ্ত নম্বরসহ মোট ৯৬ দশমিক ২৫ পেয়ে তৃতীয় হয়েছন।

মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. জামান মিয়া বলেন, ‘আমরা গর্বিত যে আমাদের মাদারীপুর সরকারি কলেজের ছাত্রী কেয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তৃতীয় হয়েছে। সব সময় আমি তার সফলতা কামনা করি। ’

সাবরিন আক্তার কেয়া বলেন, ‘আমার এই সাফল্যর জন্য প্রথমেই মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই।

এই সাফল্যর পেছনে সবচেয়ে বড় অবদান আমার বাবা-মার। সেই সঙ্গে আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য ধন্যবাদ জানাই আমাদের মাদারীপুর সরকারি কলেজের শিক্ষকদের। ’
উল্লেখ্য, ঢাবির কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে আবেদন করেছিলেন ৫৮ হাজার ৫৭৩ জন। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫৬ হাজার ৯৭২ জন প্রার্থী।

। এই ইউনিটে মোট আসন ১ হাজার ৭৮৮টি।

সম্পর্কিত পোস্ট

ঈদে নৌপথে ঢাকা ছাড়বে ৩০ লাখ যাত্রী: জাতীয় কমিটি

banglarmukh official

ঢাবি ক্যাম্পাসে সর্বনিম্ন রিকশা ভাড়া ১৫ টাকা, রবিবার থেকে কার্যকর

banglarmukh official

আ.লীগ থেকে বহিষ্কার ও নির্বাচন নিয়ে যা বললেন জাহাঙ্গীর

banglarmukh official

বাজারের ব্যাগ থেকে নবজাতক উদ্ধার

banglarmukh official

আগুনে পুড়ে গেছে ৫ হাজার দোকান, দাবি মালিক সমিতির

banglarmukh official

পুলিশ হেড কোয়ার্টারের ভেতরে আগুন

banglarmukh official